করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তবে তাকে ছাড়াই মঙ্গলবার উয়েফা নেশন্স লীগের ‘লীগ-এ’-এর ‘সি’ গ্রুপের ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিলো বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। আর দ্বিতীয়ার্ধে এন’গোলো কান্তের বদলি হিসেবে মাঠে নেমে ইতিহাস গড়েন তরুণ ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। তিনি ভেঙে দিয়েছেন ১০৬ বছরের রেকর্ড। ১৭ বছর ৩০৩ দিন বয়সী কামাভিঙ্গা ১৯১৪ সালে মাউরিস গাস্টিগারের পর ফ্রান্সের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। গাস্টিগারের অভিষেক হয়েছিল ১৭ বছর ১২৮ দিন বয়সে।
অন্যদিকে, বার্সেলোনা তারকা আতোয়ান গ্রিজম্যান ছুঁয়েছেন জিনেদিন জিদানকে। মঙ্গলবার স্তাদ দি ফ্রান্সে অনুষ্ঠিত ম্যাচে জাতীয় দলের হয়ে ৩১তম গোলের দেখা পান গ্রিজম্যান। সমান সংখ্যক গোল নিয়ে ২০০৬ সালে অবসরে যান জিদান।
ম্যাচের শুরুতে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ১৬তম মিনিটে বিশ্বকাপ রানার্সআপদের হয়ে গোল করেন লিভারপুল তারকা দেয়ান লভরেন। তবে ৪৩তম মিনিটে ফ্রান্সকে সমতায় ফেরান গ্রিজম্যান। প্রথমার্ধের যোগকরা সময়ে ডমিনিক লিভাকোভিচের আত্মঘাতি গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে ইয়োসিপ ব্রেকালো সমতায় ফেরান ক্রোয়েশিয়াকে। ৬৫তম মিনিটে আবার ফ্রান্সকে এগিয়ে নেন ডায়োট উপামেকানো। ফ্রান্সের জার্সিতে প্রথম আন্তর্জাতিক গোলের স্বাদ নিলেন লাইপজিগের ২১ বছর বয়সী এই তরুণ সেন্টারব্যাক। ৭৭তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধানটা ৪-২ করে ফেলেন চেলসি ফরোয়ার্ড জিরু।
টানা দ্বিতীয় জয়েও পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকছে ফ্রান্স। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে পর্তুগাল। গ্রুপের বাকি দুই দল সুইডেন ও ক্রোয়েশিয়া দুই ম্যাচেও জয়ের মুখ দেখেনি।