উত্তর আমেরিকার বৃহত্তর আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর কার্যকরি কমিটি ২০২২-২০২৪-এর নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে। উক্ত তফশিল মোতাবেক এসোসিয়েশনের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট ও প্যানসিলভ্যানিয়ার দশ হাজারের অধিক সদস্য এই নির্বাচনে ভোট প্রদানের যোগ্য, যাদের মধ্য থেকে বিশাল সংখ্যক ভোটার ভোট প্রদান করবেন বলে প্রত্যাশিত।
কোভিড মহামারীর কারণে এই নির্বাচন গঠনতন্ত্রসম্মত প্রক্রিয়ায় পরিবর্তিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তফশিলের ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশন আগামী ৩ এপ্রিল ২০২২, রবিবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত উডসাইডের গুলশান ট্যারাস (৫৯-১৫ থার্টিসেভেন অ্যাভিনিউ, উডসাইড এনওয়াই ১১৩৭৭)-এ নির্বাচনী প্যাকেজ তুলে দেবেন। এই প্যাকেজে ভোটার তালিকা, প্রার্থী ফরম, প্রার্থীতা প্রত্যাহার ফরম, এসোসিয়েশনের গঠনতন্ত্রসহ যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র অন্তর্ভুক্ত থাকবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহীরা নগদ ১৫০ ডলারের বিনিময়ে এই ফর্ম সংগ্রহ করতে পারবেন।উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক সিলমোহর ও স্বাক্ষরকৃত নির্ধারিত ফর্ম ছাড়া কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এ কারণে সবাইকে এই নির্ধারিত সময়েএর মধ্যে উপস্থিত হয়ে ফর্ম সংগ্রহ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।