জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি জন উদ্দিন ৩ জুন শনিবার আলাবামায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে …রাজিউন)। সেখানে জন উদ্দীনের স্ত্রী ও ১২ বছরের একটি ছেলে রয়েছে।
জন উদ্দীনের স্ত্রী সুফিয়া হানান জানান, তারা রাতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ জন উদ্দীনের বুকে ব্যথা শুরু হয়। শ্বাসপ্রশ্বাস নিতে তার কষ্ট হচ্ছিল। এম্বুলেন্স কল করে সাথে সাথে তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর সংবাদ পেয়ে মিশিগানে বসবাসকারি জন উদ্দীনের বড় ভাই জালাল আলাবামার গেছেন। সেখানে তার স্রী-সন্তানের সাথে কথা বলে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
জানা গেছে, জন উদ্দীন আলাবামা স্টেটের ডেমোপ্লাস শহরে একটি হোটেলে কাজ করতেন গ্রীষ্মকালীন সময়ে। কাজের জন্যই তারা এ শহরে থাকতেন। তাদের টেক্সাসে বাসা রয়েছে। অন্য সময়ে তারা টেক্সাসেই বসবাস করেন।
জন উদ্দীনের মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম গভীর শোক প্রকাশ করেছেন।
তারা জানান, পরিবার চাইলে জন উদ্দীনের দাফন-কাফনের দায়িত্ব নেবে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা। এ ব্যাপারে তারা জন উদ্দীনের পরিবারের সাথে কথা-বার্তা বলছেন।