Friday, June 9, 2023
spot_img
Homeআন্তর্জাতিকজার্মানিতে চার্চে গুলি : নিহত বেড়ে ৮

জার্মানিতে চার্চে গুলি : নিহত বেড়ে ৮

জার্মানির হামবুর্গের একটি চার্চে একটি খ্রিস্টানভিত্তিক একটি ধর্মীয় আন্দোলন গোষ্ঠী জেহোভা’স উইনেসের সম্মেলন চলাকালে এলোপাথাড়ি গুলিতে অন্তত আটজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামলাকারী আছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে চার্চে জেহোভা’স উইনেস নামের খ্রিস্টানদের একটি গোষ্ঠীর সম্মেলনে অপর গ্রুপের সদস্য গুলিবর্ষণ করে। হত্যাকারীর উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। পুলিশ ধারণা করছে, নিহদের মধ্যে হামলাকারীও থাকতে পারে।
পুলিশের মুখপাত্র হোলগার ভেহরেন বলেন, তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন যে একজন হামলাকারী ওই ভবনে ছিলেন এবং তিনিও মৃতদের মধ্যে রয়েছেন। হামলায় কোন ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছে, তাও পুলিশ জানায়নি।
ভেহরেন বলেন, পুলিশ ভবনটির ওপরের তলা থেকে গুলির শব্দ শুনেছিল। কিন্তু হামলাকারী পালিয়ে যাওয়ার কোনো ইঙ্গিত মেলেনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments