একটি মসজিদে একাধারে ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করায় ৪৩ জন শিশু-কিশোরকে বাইসাইকেলসহ আরও নানা ধরণের আকর্ষণীয় উপহার দিয়ে পুরষ্কৃত করেছে মসজিদ কর্তৃপক্ষ। ঘটনাটি লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রোকনপুর গ্রামের এক মসজিদে ঘটেছে। জামায়াতে নামাজ আদায়ের প্রতি শিশু-কিশোরদের আগ্রহী করে তুলতে এ পুরস্কারের ঘোষণা দেন মসজিদ কর্তৃপক্ষ। কমিটির ঘোষণা অনুযায়ী ১৩-১৭ বছর বয়সী শিশু-কিশোররা একাধারে ৪০ দিন মসজিদে জামায়াতের সঙ্গে নামাজ আদায় করে।
মসজিদ কর্তৃপক্ষ ৪৩ জন শিশু-কিশোরকে পুরস্কার দেয়। পুরস্কার হিসেবে বাইসাইকেল পেয়েছে ১৬ জন, স্কুল ব্যাগ পেয়েছে ১৪ এবং জ্যামিতি বক্স পেয়েছে ১৩ জন শিশু ও কিশোর। মসজিদ কমিটি কর্তৃক গৃহীত পদক্ষেপে প্রত্যেক ওয়াক্ত নামাজে বাড়তে থাকে উৎসাহী শিশু-কিশোরদের ভিড়। মসজিদ কমিটির এ উদ্যোগ স্থানীয় ও পাশ্ববর্তী পাড়া-মহল্লা ব্যাপক প্রশংসিত হয়েছে। মসজিদের নিয়মিত মুসল্লিরাও কমিটির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। মসজিদ কমিটির সভাপতি মাহবুবুর রহমান মারুফের ভাষ্য মতে, নিয়মিত নামাজে অংশগ্রহণ করে পুরস্কার প্রাপ্তির এ কার্যক্রম চলমান থাকবে। শিশু-কিশোরদের মসজিদমুখী করতে আগামী ঈদুল ফিতর পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।