Monday, December 11, 2023
spot_img
Homeআন্তর্জাতিকজাপোরিঝিয়ায় বিপর্যয় মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন

জাপোরিঝিয়ায় বিপর্যয় মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন

ইউক্রেন সরকার জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সম্ভাব্য বিপর্যয় মোকাবলার জন্য প্রস্তুতি নিচ্ছে। কর্মকর্তারা বলছেন, মস্কো ক্রিমিয়ায় বিদ্যুৎ সরবরাহ সরিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এটি পরমাণু কেন্দ্রটির জন্য হবে বিপর্যয়কর।

রাশিয়া আট বছর আগে ক্রিমিয়াকে নিজের ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে নিয়েছিল।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী দানিস মোনাস্তরস্কি সাংবাদিকদের বলেন, ‘রুশ দখলদার বাহিনী থাকা অবস্থায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। এটি একটি বড় উদ্বেগ, যা আমাদের সবার বোঝা উচিত। ’ 

জাপোরিঝিয়া ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার সেনারা এর দখল নিয়েছে। উভয় পক্ষ বিদ্যুৎ কেন্দ্রটির আশপাশে গোলাগুলি ছোড়ার জন্য পরস্পরকে অভিযুক্ত করেছে। যুদ্ধের কারণে সেখানে দুর্ঘটনা ঘটে তেজষ্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইউক্রেনের প্রাঙ্গণ থেকে রাশিয়ার সেনাদের উচ্ছেদ করতে ব্যর্থ হয়েছে। এ কারণে দেশটি সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্যই প্রস্তুত হওয়ার চেষ্টা করছে। সূত্র : বিবিসি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments