Sunday, April 2, 2023
spot_img
Homeআন্তর্জাতিকজাপোরিঝিয়ায় রাশিয়ার মিসাইল হামলা

জাপোরিঝিয়ায় রাশিয়ার মিসাইল হামলা

ইউক্রেনের কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, জাপোরিঝিয়ায় স্থানীয় সময় ভোরে কয়েকটি মিসাইল ছুড়েছে রুশ সেনারা। এরপর আরেক দফায় মিসাইল হামলা চালিয়েছে তারা।

প্রথম হামলায় একজন নিহত হন। আহত হন সাতজন। যার মধ্যে একজন শিশুও রয়েছে। 

ওলেক্সান্ডার স্তারুখ নামে একজন কর্মকর্তা মিসাইল হামলার ব্যাপারে টেলিগ্রামে লিখেছেন, অ্যাটেনশন! শত্রুরা আরেকটি মিসাইল ছুড়েছে। নিরাপদ আশ্রয়ে থাকুন। 

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, ভোরে প্রথম দফায় সাতটি মিসাইল ছোড়া হয়। 

টুইটে ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, আতঙ্ক তৈরি করতে রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের ওপর হামলা চালাচ্ছে। রাশিয়ার সন্ত্রাসীদের অবশ্যই থামাতে হবে- অস্ত্রের মাধ্যমে, নিষেধাজ্ঞা এবং পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়ার মাধ্যমে। 

ইউক্রেনীয় কর্মকর্তা ওলেক্সান্ডার স্তারুখ প্রথমে জানিয়েছিলেন মিসাইল হামলায় দুইজন নারী নিহত হয়েছেন। পরবর্তীতে তিনি বিষয়টি সংশোধন করে জানান, হামলায় একজন নারী নিহত হয়েছেন। অপর নারী বেঁচে গেছেন। 

এদিকে সম্প্রতি রাশিয়া ইউক্রেনের যে চারটি অঞ্চল অধিগ্রহণ করেছে এরমধ্যে একটি হলো জাপোরিঝিয়া। এই অঞ্চলটিতেই বৃহস্পতিবার মিসাইল হামলা চালিয়েছে তারা।

সূত্র: সিএনএন

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments