Sunday, September 24, 2023
spot_img
Homeসাহিত্যজান্নাতুল নাঈমের তিনটি প্রেমের কবিতা

জান্নাতুল নাঈমের তিনটি প্রেমের কবিতা

আমি তোমার নিজস্ব লেখক

তুমি পুরো পৃথিবীর কবি
আমি তোমার নিজস্ব কবি
আমার সব গোপনীয়তায় তোমার প্রকাশ করেছি
গোপনীয় কান্নায় গভীরতায় তোমায় লিখেছি
যে কবিতার মর্ম তুমি একাই বোঝো।

তুমি পুরো পৃথিবীর গল্পকার
আমি তোমার নিজস্ব গল্পকার
কাহিনির প্রতিটি সংলাপে তোমার কথা লিখি
গভীর ব্যথায় তোমায় নিয়ে লিখেছি
যেই গল্পের প্রেক্ষাপট কেবলই তুমি জানো।

তুমি পুরো পৃথিবীর গবেষক
আমি তোমার নিজস্ব গোপনীয় গবেষক
আমি পুরো তোমাকে পর্যবেক্ষণ করি
তারপর নিজস্ব প্রতিবেদনে কেবলই তোমায় লিখি
সেই প্রতিবেদন তুমি গোপনে জমাও।

তুমি পুরো পৃথিবীর লেখক
আমি কেবলই তোমার নিজস্ব লেখক।

****

জেনে রেখো

যতদূরে যাও জেনে রেখো
তোমার ছায়া আজও আমি রোদ্দুরে দেখি
ঝলসানো হৃদয়ে তোমার শরীর দেখি
ভালোবাসায় এত রোদ্দুর জানলে,
আমি তোমার প্রেমে পড়তাম না।

যতদূরে থাকো ভেবে নিয়ো
তোমার মায়া আমার মস্ত বুকে আসন পেতেছে
আমি সন্তর্পনে কতবার সরিয়েছি
এমন করে গোপনে দুঃখ দেবে জানলে,
ভালোবাসি তোমায় জানাতাম না।

****

শুধু তোমার জন্যই

তুমি শুধু জানো আমি ভীষণভাবে আহত
শুধু তোমার জন্যই—
আমার মাথার ওপরে মস্ত আকাশ
জানো তো সেখানে মেঘের বাড়ি হয়েছে
বুকের ভেতর রক্তে রঞ্জিত ভালোবাসার ফুল ফুটেছে
চোখের জলে একটা জলে ভাসা প্রেম পদ্ম পুকুর হয়েছে
অন্ধকারে রোজ আমি ভুল পথে হাঁটি
শুধু তোমার জন্য—
শুধু তোমার জন্য আলোর মাঝেও আঁধার দেখি।

তুমি শুধু জানো আমি তো তোমার জন্য ব্যাকুল
শুধু তোমার জন্য—
আমার পায়ের নিচে বিশাল পৃথিবী
হাজার হাজার মানুষ পৃথিবীজুড়ে আছে
অথচ আমার কেবলই তোমাকে ভালো লাগে
তোমাকে গভীরভাবে চাইতে গিয়ে,
তোমার প্রত্যাখানে চির দুঃখী হয়ে গেলাম
শুধু তোমার জন্য—
এত বড় পৃথিবীতে আমি একা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments