Wednesday, February 8, 2023
spot_img
Homeবিনোদনজানুয়ারিতে প্রেক্ষাগৃহে পরীমনি

জানুয়ারিতে প্রেক্ষাগৃহে পরীমনি

ঢাকাই সিনেমার এই সময়ের আলোচিত নায়িকা পরীমনি। সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। কারাগার থেকে বের হওয়ার পর কিছুদিন ট্রমার মধ্যে থাকলেও এখন বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন এ নায়িকা। পরীমনির জন্য আরও আনন্দে থাকার খবর হচ্ছে, আগামী বছরটা শুরু হতে যাচ্ছে চিত্রনায়িকা পরীমনি অভিনীত সিনেমা দিয়ে। তার ‘মুখোশ’ মুক্তি পাবে ২০২২ এর জানুয়ারিতে। ছবির পরিচালক ইফতেখার এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনার কারণে অনেক সময় লেগেছে ছবিটির শুটিং শেষ করতে। আমরা প্রস্তুতি নিয়েছি ছবিটি হলে আনার।কিছুদিনের মধ্যে পোস্টার প্রকাশ হবে। আর সবকিছু ঠিক থাকলে আসছে বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘মুখোশ’। পরীমনি বলেন, খুবই ভালো লাগবে যদি বছরের শুরুতেই আমার সিনেমা মুক্তি পায়। আমি আসলে উদগ্রীব হয়ে আছি কবে আবার হলে হলে যাবো। ২০১৯-২০ অর্থ বছরে ‘লেখক’ শিরোনামের সিনেমার জন্য সরকারি অনুদান পায় এই সিনেমা। তার লেখা ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। অনুদান পাওয়ার পর নাম পরিবর্তন করে ‘মুখোশ’ রাখা হয়। ছবিটিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। তার বিপরীতে এ ছবিতে দেখা যাবে রোশানকে। আরও অভিনয় করেছেন নন্দিত অভিনেতা মোশাররফ করিম, ফারুক আহমেদসহ অনেকে। ‘মুখোশ’ সিনেমা পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন ইফতেখার শুভ। চলতি বছরের মাঝামাঝি থেকে নায়িকা পরীর জীবনে ঘটে গেছে নানা ঘটনা। প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন তিনি। এরপর মাদক মামলায় গ্রেপ্তার হন। জামিনে মুক্তি পাওয়ার পর ফেসবুকে একের পর এক বার্তা দিয়েই যাচ্ছেন, যা তাকে আরও বেশি করে আলোচনার বিষয়বস্তুতে পরিণত করেছে। সামনে ‘প্রীতিলতা’, ‘বায়োপিক’সহ আরও কয়েকটি ছবির শুটিং শুরু করার কথা রয়েছে এই নায়িকার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments