Saturday, July 27, 2024
spot_img
Homeবিনোদনজানুয়ারিতেই মিথিলার ‘অমানুষ’

জানুয়ারিতেই মিথিলার ‘অমানুষ’

অবশেষে চিত্রনায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে ছোট পর্দার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার। নতুন বছরের জানুয়ারি মাসের ২৮ তারিখ তার প্রথম সিনেমা ‘অমানুষ’  মুক্তি পাবে। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে সিনেমাটির পরিচালক অনন্য মামুনের কাছ থেকে। এ সিনেমায় নুদরাত নামে ভয়ডরহীন এক প্রতিবাদী নারীর ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। যিনি দেশের বাইরে থেকে ফেরার পর নানা ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে যেতে থাকেন। মিথিলা বলেন, একটা মেয়ে দেশের বাইরে থাকে। দেশে আসার পর তার সঙ্গে অদ্ভূত সব ঘটনা ঘটতে থাকে। ওটাকে ঘিরেই গল্পটা এগিয়ে যায়।মেয়েটাকে অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যদিয়ে যেতে হয়। শেষ পর্যন্ত ঘটনা কোনদিকে যায়-তার জন্য সিনেমাটা দেখতে হবে। এতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব। যাকে একজন ডাকাতের ভূমিকায় দেখা যাবে। মিথিলা-নিরব ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন  নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদসহ অনেকেই। ‘অমানুষ’ মুক্তি পেতে যাওয়ায় বেশ উচ্ছ্বসিত মিথিলা। তিনি বলেন, প্রথম যেকোনো কিছুর সঙ্গেই একটা আলাদা মায়া জড়িত থাকে। যেহেতু ‘অমানুষ’ আমার প্রথম সিনেমা তাই এর প্রতি একটি আলাদা অনুভূতি আছে। নিজের সেরাটা দিয়ে কাজটি করেছি। ভীষণ ভালো লাগছে নতুন বছরের প্রথম মাসেই সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে এই খবর শোনার পর। বেশ আগেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমা ‘অমানুষ’। অনন্য মামুন  বলেন, ‘অমানুষ’ আমার পরিচালিত ১৬তম সিনেমা। সিনেমার গল্প, অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। নতুন অনেককিছুর সঙ্গে পরিচিত হবে আমাদের দর্শকরা। এই সিনেমার প্রতিটি চরিত্র মুগ্ধ করবে আশা করছি। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বেশ কয়েকটি টালিগঞ্জের সিনেমায় কাজ করছেন মিথিলা। টালিগঞ্জের নির্মাতা রিঙ্গো ব্যানার্জির পরিচালনায় ‘আ রিভার ইন হ্যাভেন’ ও রাজর্ষি দে’র পরিচালনায় ‘মায়া’ সিনেমায় অভিনয় করেছেন মিথিলা। নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর কলকাতায় থিতু হয়েছেন মিথিলা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments