Tuesday, March 28, 2023
spot_img
Homeজাতীয়জাতীয় নির্বাচন কেমন হবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনই প্রমাণ: ড্যাব

জাতীয় নির্বাচন কেমন হবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনই প্রমাণ: ড্যাব

সুপ্রিম কোর্টের নির্বাচনে মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মহড়া হয়ে গেল বলে মনে করছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। সংগঠনটির সভাপতি প্রফেসর ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম বলেন, আগামী জাতীয় নির্বাচন কেমন হবে সেটি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন থেকেই অনুমেয়। আদালতের যদি এ অবস্থা হয়। মানুষ কার কাছে যাবে? কোথায় বিচার পাবে? নাগরিকদের জান, মালের নিরাপত্তা দিতে এ সরকার ব্যর্থ হয়েছে। ভিন্নমতের লোকদের ধরে নিয়ে গায়েব করে দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন। ড্যাব নেতৃবৃন্দ এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির জোর দাবি জানান।

বিবৃতিতে ড্যাব সভাপতি ও মহাসচিব বলেন, প্রতিবছরের ন্যায় এবারো বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় গত বুধবার। কিন্তু চাপের মুখে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করার পর আওয়ামী লীগ দলীয় এক আইনজীবি মো. মনিরুজ্জামানকে মনোনীত করে সাদা প্যানেল। কিন্তু সর্বসম্মতভাবে নির্বাচন কমিশন গঠনের দাবী করে নীল দল। ভোটারবিহীন সরকারের পেটুয়া বাহিনীনামে পরিচিত পুলিশ বিএনপিপন্থী আইনজীবীদের উপর হামলা করেন। অথচ বিচারাদালতে পুলিশী অ্যাকশনে যেতে হলে প্রধান বিচারপতির অনুমতি দরকার হয়। আইনজীবী এবং সাংবাদিকদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে, অনেক আইনজীবির চেম্বারও ভেঙে ফেলে।

হারুন আল রশিদ ও আব্দুস সালাম বলেন, আইনজীবী ও সাংবাদিকদের উপর আওয়ামীপন্থী আইনজীবী ও পুলিশ পরিকল্পিতভাবে হামলা করেছে। এটা খুবই জঘন্যতম কাজ। ড্যাব নেতৃবৃন্দ মনে করেন নির্যাতিত নাগরিকরা সুপ্রিমকোর্টে গিয়ে আশ্রয় চায়। আজ সুপ্রিম কোর্টও নিরাপদ নয়। সেখানে সাংবাদিকরা নির্বিচারে পেটানো হচ্ছে। আইনজীবীরা মার খাচ্ছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া হচ্ছে। সুপ্রিমকোর্ট আর মানুষের ভরসাস্থল থাকছে না। সাংবাদিক আজ অসহায়। দেশের নাগরিকরা আজ অসহায়। সরকার রাষ্ট্রের অর্গানগুলোকে ধবংস করে দিয়েছে। দেশকে তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তারা সরকারের বিরুদ্ধে দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এনে পদত্যাগ দাবি করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments