জর্ডানে সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে দেশটির জারকা শহরে এই ঘটনা ঘটে।
বিস্ফোরণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে কাছের সামরিক অস্ত্রাগারে এই বিস্ফোরণ ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর রাজধানী আম্মান থেকে ২২ মাইল দূরের এই মরু শহরটির আকাশে কমলা রঙের অগ্নিশিখা ঝলসে উঠতে দেখা যায়। আম্মান থেকেও এই অগ্নিশিখা চোখে পড়ে বলে জানিয়েছেন তারা।
জর্ডান সরকারের মুখপাত্র আমজাদ আদাইলাহ জানান, সামরিক বাহিনীর অব্যবহৃত মর্টারের গুদামে এসব বিস্ফোরণ ঘটেছে। আলজাজিরা