যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য জর্জিয়ায় এক গুলির ঘটনায় অন্তত তিন জন নিহত হয়েছেন। জর্জিয়ার রাজধানী আটলান্টার একটি শপিং মলে শনিবার এই গুলির ঘটনা ঘটে। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
আটলান্টা পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার দুপুর দেড়টার দিকে দক্ষিণ-পশ্চিম আটলান্টার ইভান্স স্ট্রিটে গোলাগুলির খবর পায় তারা। পরে ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এদের মধ্যে দুজন তখনই মারা গিয়েছিলেন। আরেকজনকে গ্রান্ডি মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার।
পুলিশ জানিয়েছে, নিহতরা নিজেদের মধ্যে গুলি বিনিময় করছিলেন। তিনজনের মধ্যে একজন প্রথমে অন্য দুজনকে গুলি চালাতে শুরু করেন। তখন তাদের মধ্যে একজন পাল্টা গুলি চালান। নিহতদের মধ্যে একজনের বয়স ১৭ বছর আর অন্যজনের বয়স ২০। তৃতীয় জনের বয়স চল্লিশের কাছাকাছি বলে জানিয়েছে পুলিশ।
কেনো তারা একে অপরকে আক্রমণ করলেন তা নিয়ে তদন্ত করছে পুলিশ।