ঈদকে কেন্দ্র করে পুরোদমে ব্যস্ত হয়ে উঠেছে নাট্যাঙ্গন। শিল্পীদের যেন দম ফেলার ফুরসত নেই। সম্প্রতি নাটকপাড়া খ্যাত উত্তরার আপন ঘর, লাবণী, দোলন চাঁপা, হিমনীড়, মন্দিরা হাউজ ঘুরে এক কর্মমুখর পরিবেশ দেখা যায়। হাউজগুলোর আশপাশে আউটডোরেও শুটিং চলছিল। উত্তরা সাত নম্বর সেক্টরের লেক ড্রাইভ রোডের ৫৫ নম্বর বাড়িতে ঢুকতেই কথা হয় পরিচালক জহির খানের সঙ্গে। তিনি জানালেন ঈদ উপলক্ষে ৭ পর্বের একটি ধারাবাহিক নাটকের শুটিং করছেন। নাটকের নাম ‘ফাঁপরবাজি’। নতুন কিছু মুখ নিয়ে তিনি এ নাটকটি নির্মাণ করছেন।খানিকক্ষণ আলাপচারিতার পর লক্ষ করা গেল বাড়িটির ঠিক বিপরীত পাশে নাটকের দুই তারকা শিল্পী। এ্যালেন শুভ্র এবং নাবিলা ইসলাম রিকশায় বসা অবস্থায় একটি দৃশ্যের কাজ করছিলেন। আর পাশে দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছিলেন পরিচালক শাহজাদা মামুন। ইউনিটের একজনের কাছ থেকে জানা যায়, এ নাটকের নাম ‘ডিস্টার্ব ভাই’। সেখান থেকে বেরিয়ে ‘দোলন চাঁপা’ হাউজের দিকে গেলে দেখা যায় শুটিং বিরতিতে মেকআপ রুমে বিশ্রাম নিচ্ছিলেন শিল্পীরা। অভিনেত্রী হিমি তো একেবারেই চেয়ারের উপরে বসেই নিদ্রায় আচ্ছন্ন ছিলেন। খানিকক্ষণ পর হিমি মেকআপ রুম থেকে বেরিয়ে আসলেন। তিনি জানালেন, এবারের ঈদে খণ্ড ও ধারাবাহিক দুই জায়গাতে তার দেখা মিলবে। বললেন, ঈদের সময় তো আমাদের ব্যস্ততা কয়েকগুণ বেড়ে যায়। এমনও হয় চাঁদ রাতেও শুটিং করছি। এবারো টানা কয়েকদিন শুটিং করছি। দেখতেই তো পাচ্ছেন, চেয়ারে বসেই ঘুমিয়ে ছিলাম। ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে পড়ি টেরই পাইনি। আজকে যে নাটকটার শুটিং করছি তার পরিচালক হারুন রুশু। নাম ‘প্রেম হতে সাবধান’। মজার একটা গল্প। শিল্পী, নির্মাতার সঙ্গে আরও বিস্তারিত কথা বললে তারা জানান, এবার নাটকের মানের দিকে তারা বেশ সতর্ক। আগের মতো গড়পড়তা কাজ না করে কম কাজ করছেন। তবে ভালো কাজ করার চেষ্টা করছেন। আপন ঘরের দুটি হাউজেই চলছিল শুটিং। সেখানে গিয়ে দেখা যায়, রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় একটি খণ্ড নাটকের শুটিংয়ে জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকে। আর তার বিপরীতে এ নাটকে অভিনয় করছেন মুমতাহিনা টয়া। নাটকটির শুটিং শেষের দিকে হওয়ায় টয়া আগেই শুটিং স্পট ত্যাগ করেছিলেন। শেষ দৃশ্যের শুটিংয়ের আগে স্ক্রিপ্ট মনোযোগ দিয়ে পড়ছিলেন তৌসিফ। তার এক ফাঁকে কথা হলো তার সঙ্গে। এ অভিনেতা বলেন, আসলে অনেক ভিন্নধর্মী ভালো গল্পের কাজ করা হয়েছে এবার ঈদ উপলক্ষে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজগুলো করার চেষ্টা করছি। পরিচালক রাফাত মজুমদার রিংকু বলেন, এখন গল্পের সময়। দর্শক নতুনত্ব চায়। মানসম্মত কাজ চায়। তাই অল্প কাজ করেছি। যেগুলো করেছি সেগুলো থেকে দর্শক চোখ ফেরাতে পারবে না। আপনঘরেরই আরেকটা হাউজে চলছিল মোহাম্মদ মোস্তফা কামাল রাজের একটি খণ্ড নাটকের শুটিং। বেশ বড় ইউনিট নিয়ে তিনি শুটিং করছিলেন। মনিরা মিঠু, তারিক আনাম খান, তামিম মৃধা, সামিরা খান মাহিসহ অনেকেই ছিলেন। যে কয়টি নাটকের সেটে যাওয়া হলো সবচেয়ে তৎপর মনে হলো এই ইউনিটকেই। শিল্পী ও কলাকুশলী সবাই বেশ মনোযোগী কাজ নিয়ে। ব্যস্ততার এক ফাঁকে কথা হলো মনিরা মিঠুর সঙ্গে। তিনি জানান, এবারের ঈদে বেশকিছু ব্যতিক্রমে গল্পে কাজ করেছেন। যেগুলো দর্শক হৃদয়ে নাড়া দেয়ার মতো। এ অভিনেত্রী বললেন, আশার কথা হচ্ছে একেবারে নায়ক-নায়িকা কেন্দ্রিক গল্প নির্মাণের জায়গাটা এখন আগের তুলনায় কমতে শুরু করেছে। আবার পরিবারের গল্প ও চরিত্রগুলো ফিরেছে নাটকে। এটা ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক হবে বলে মনে করছি।