অ্যানি জো স্কট এবং ইফি রোজ স্কট। তারা নবজাতক জমজ বোন। কিন্তু খবরের শিরোনাম হয়েছে ভিন্ন কারণে। জমজ হলেও দু’জনের জন্ম ভিন্ন ভিন্ন বছরে ভিন্ন ভিন্ন সময়ে। তাদের মা কালি স্কটের মতে, দুই বোনের মধ্যে অ্যানি জো’র জন্ম ২০২২ সালের ৩১শে ডিসেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১১টা ৫৫ মিনিটে। আর তার বোন ইফি রোজের জন্ম ২০২৩ সালের স্থানীয় সময় ১লা জানুয়ারি দিনের শুরুতে রাত ১২টা এক মিনিটে। কালি স্কট গুড মনিং আমেরিকা অনুষ্ঠানে বলেছেন, আমি এমন অনন্য দৃষ্টান্ত পছন্দ করি। তারা আলাদা আলাদা সময়ে আলাদা এক অনুভূতি নিয়ে বাইরে আসুক এটা দেখতে ভাল লাগে। কালি স্কট এবং তার স্বামী ক্লিফ স্কট বসবাস করেন টেক্সাসের ডেন্টনে। জমজ সন্তানের পিতামাতা হচ্ছেন তা তারা আগেই জেনে গিয়েছিলেন।
জমজ সন্তান হওয়ায় সিজারিয়ান অপারেশনে সন্তান ভূমিষ্ঠ করানোর তারিখ ছিল ১১ই জানুয়ারি। তারা আশাও করছিলেন সে রকম। কালি স্কট বলেন, তিনি ২৯ শে ডিসেম্বর চেকআপ অ্যাপয়েন্টমেন্টে যান। তাকে এদিন হাসপাতালে ভর্তি করে নেয়া হয়, যাতে চিকিৎসকরা রক্তচাপ মনিটরিং করতে পারেন। তখনই এই দম্পতি জানতে পারেন, তাদের প্রথম সন্তান নববর্ষের প্রাক্কালে আসতে চলেছে। কালি স্কট বলেন, এক পর্যায়ে আমরা হাসিতামাশা করতে লাগলাম। কারণ, বুঝে গেলাম সন্তান না নিয়ে হাসপাতাল ত্যাগ করবো না। বিষয়টি ছিল আমাদের কাছে অনেক মজার। ঘটনা ঘটলোও তাই।
কালি স্কট বলেন, শনিবার দিবাগত রাতে সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নিলেন ডাক্তাররা। প্রথম সন্তান অ্যানিকে ভূমিষ্ঠ করানো হলো। এর ৬ মিনিট পরে ইফি। দু’জনেরই ওজর ৫ পাউন্ড ৫ আউন্সের কাছাকাছি। ওরা দু’জনেই সুস্থ আছে। সতেজ হয়ে উঠছে। কালি স্কট এবং তার স্বামী এখন চিন্তা করছেন এই দুই সন্তানের জন্মদিন পালন করতে হবে ভিন্ন ভিন্ন দিনে। আর এই ধারা সন্তান দুটিকে অনাগত দিনগুলোতে পালন করতে হবে।