Tuesday, May 30, 2023
spot_img
Homeখেলাধুলাজমকালো আয়োজনে শুরু কাতার বিশ্বকাপ

জমকালো আয়োজনে শুরু কাতার বিশ্বকাপ

অপেক্ষার প্রহর ফুরিয়েছে। কাতার-ইকুয়েডর ম্যাচের মধ্যদিয়ে পর্দা উঠেছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের। ইতিহাসের প্রথম শীতকালীন বিশ্বকাপ। ম্যাচের আগে অনুষ্ঠিত জমকালো  উদ্বোধনী অনুষ্ঠানে। 
যেখানে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের গায়ক জাংকুক ও কাতারের ফাহাদ আল কুবাইশি বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’এ পারফর্ম করেন।  নাচ-গান এবং ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে তারা তুলে ধরতে চেয়েছেন উপসাগরীয় দেশটির সংস্কৃতি।

দোহার আল বায়েত স্টেডিয়ামে উদ্বোধীন অনুষ্ঠানে ছিলেন অর্ধলক্ষাধিক দর্শক। বাংলাদেশ সময় রাত আটটার দিকে শুরু হয় অনুষ্ঠান।  প্রথা মেনে শুরুতে বিশ্বকাপের ট্রফি মাঠে আনা হয়। অনুষ্ঠান মঞ্চে হাজির হন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও কাতারের শাসক তামিম বিন হামাদ আল থানি।

এরপরই শুরু হয় সংগীতের তালে তালে কাতারের স্থানীয় সংস্কৃতিক সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া মনোমুগ্ধকর উপস্থাপনা। অনুষ্ঠানপর্ব শুরু হয় মর্গান ফ্রিম্যানের উপস্থাপনায়। মঞ্চে হাজির হয় কাতার বিশ্বকাপের ম্যাসকট লাইব। এরপর প্রফেশনাল ড্য্যান্সার ও স্বেচ্ছাসেবকদের পারফরম্যান্স শুরু হয়।

বিশ্বকাপের গান ড্রিমার্স নিয়ে মঞ্চে আসেন বিটিএস-এর গায়ক জুং কুক। সঙ্গে ছিলেন কাতারি গায়ক ফাহাদ আল কুবাসি।

জিং কুকের গান শেষে সংক্ষিপ্ত ভাষণ দেন কাতারের আমির শেখ হামিম বিন হামাদ আল থানি। সবাইকে স্বাগত ও শুভ কামনা জানিয়ে ভাষণ শেষ করেন তিনি। এর মধ্যে দিয়েই শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠানের। পর্দা ওঠে ‘গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments