পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখর ভারতের নতুন উপরাষ্ট্রপতি হলেন। তার উপরাষ্ট্রপতি পদে বসা যে সময়ের অপেক্ষা তা সবাই জানতেন। ৭৮৮ ভোটের মধ্যে তিনি ৫১৫টি ভোট পাচ্ছেন তা নিশ্চিত ছিল। কিন্তু, আজ রাতে ফলাফল প্রকাশ হতেই দেখা যায় জগদীপ ধনখর ৫২৮টি ভোট পেয়েছেন। অনুমান করা হচ্ছিল, সম্মিলিত বিরোধী প্রার্থী মার্গারেট আলভা দুশো ভোট পাবেন। কিন্তু, তিনি দুশোর কম ভোট পান। জেতার পর ধনখর বলেন, ন্যায়ের জয় হলো। মার্গারেট আলভা বলেন, হার নিশ্চিত জেনেও এটি ছিল প্রতীকী লড়াই।