Friday, September 29, 2023
spot_img
Homeবিনোদনছাড়া পেলেন রাখি সাওয়ান্ত

ছাড়া পেলেন রাখি সাওয়ান্ত

বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। শার্লিন চোপড়ার দায়ের করা মামলায় বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের কয়েকঘণ্টা পরই ছেড়ে দেয়া হয় রাখিকে। পুলিশের হাত থেকে মুক্ত হয়েই এ অভিনেত্রী ক্যান্সার আক্রান্ত মা’কে দেখতে হাসপাতালে ছুটে যান। হাসপাতালে হিজাবে দেখা গেছে রাখিকে। সে সময় সংবাদকর্মীদের তিনি জানান, তার শারীরিক অবস্থা ভালো না। সারাদিন কিছুই খাননি তিনি। তবে গ্রেপ্তার প্রসঙ্গে কিছু বলেননি এ তারকা। এদিকে রাখি গ্রেপ্তার হওয়ার পর সামাজিক মাধ্যমে শার্লিন লিখেছিলেন, ব্রেকিং নিউজ! ৮৮৩/২০২২ এফআইআর’র ভিত্তিতে আম্বোলি পুলিশ গ্রেপ্তার করেছে রাখি সাওয়ান্তকে। বৃহস্পতিবার রাখির এবিএ ১৮৭০/২০২২ নাকচ করেছেন মুম্বইয়ের সেশন কোর্ট।

মূলত, শার্লিন-রাখি দ্বন্দ্বের শুরু হয় সালমান খানের শো বিগ বসকে কেন্দ্র করে। এই শোয়ে সাজিদ অতিথির আসন গ্রহণের পর থেকেই বিতর্কের শুরু। শার্লিনসহ কয়েকজন অভিনেত্রী সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন। একপর্যায়ে মামলা ঠুকে দেন শার্লিন। এরপরই সরব হন রাখি। তিনি সাজিদের পক্ষে দাঁড়ান এবং শার্লিনকে নিয়ে কটাক্ষ করেন। শার্লিনও রাখিকে তির্যক বাক্যবাণে জর্জরিত করেন। প্রথমে শার্লিনের বিরুদ্ধে মামলা করেন রাখি। এ ঘটনার পর ব্যক্তিজীবন নিয়ে আক্রমণ করায় রাখি এবং তার আইনজীবীর বিরুদ্ধে পাল্টা মামলা করেন শার্লিন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments