Saturday, July 27, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিছাঁটাইয়ের হুমকি পেলেন গুগলকর্মীরা

ছাঁটাইয়ের হুমকি পেলেন গুগলকর্মীরা

কর্মী ছাঁটাইয়ের হুমকি দিয়েছেন গুগলের শীর্ষ পদে থাকা কর্তা ব্যক্তিরা। কাজের মানে উন্নতি না ঘটাতে পারলে চাকরি হারাতে হতে পারে গুগলকর্মীদের। আগে থেকেই যাঁরা চাকরি হারানোর শঙ্কায় ছিলেন, তাঁদের এখন পারফরম্যান্স রেটিংয়ে জোর দিতে হবে। তবে ছাঁটাইয়ের ব্যাপারটি অনেকাংশে নির্ভর করবে আগামী প্রান্তিকের আয়ের ওপর।

দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশিত লক্ষ্যমাত্রা অনুযায়ী আয় না হওয়ায় গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন, ‘কর্মীসংখ্যার অনুপাতে আমাদের কাজের গতি উদ্বেগজনক। অহেতুক বিষয় নিয়ে মাথা ঘামানো বন্ধ করতে হবে। একই সঙ্গে পণ্যের মান আরো ভালো করতে হবে। গুগলে অনেক কর্মী, তবে কাজ করেন—এমন কর্মীর সংখ্যা কম। ’

অর্থনীতির স্থবির অবস্থার কারণে আগেই নিয়োগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল টেক জায়েন্টটি। ফেসবুক, অ্যামাজন ও মাইক্রোসফটও নিয়োগ দেওয়া বন্ধ রেখেছে। সম্প্রতি নেটফ্লিক্স ও মাইক্রোসফট ব্যয় কমাতে দুই হাজার কর্মীকে চাকরিচ্যুত করেছে।   সূত্র : ইন্ডিয়া টুডে

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments