ইউরোপের বর্ষসেরা ফুটবলার (উয়েফা ম্যানস প্লেয়ার অফ দ্য ইয়ার) হয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ ফুটবলার রবার্ট লেভানডফস্কি। ২০১৯-২০২০ মৌসুমে অবিশ্বাস্য ফুটবল খেলেছেন তিনি। বায়ার্ন মিউনিখ ওই মৌসুমে ট্রেবলও জয় করে। জার্মান কাপ, বুন্দেসলিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতে বায়ার্ন লেভানডফস্কির অবিশ্বাস্য নৈপুণ্যে। উয়েফার হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের নিয়নে লেভানডফস্কি ইউরোপ সেরার ট্রফিটি গ্রহণ করেন। প্রতিবারের মত এবারও উপস্থাপিকা হিসেবে হাজির ছিলেন রেশমিন চৌধুরী। যিনি বাংলাদেশী বংশোদ্ভূত।
অসাধারণ একটি মৌসুম পার করেছেন লেভানডফস্কি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭টি ম্যাচে ৫৫ গোল করেন। শুধু চ্যাম্পিয়নস লিগেই ছিল তার ১৫টি গোল (শীর্ষ গোলদাতা)। এদিকে গত ১৫ বছর ধরে ফুটবল বিশ্বকে মোহিত করে রাখা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২০-২০২১ মৌসুমে গ্রুপ পর্বে প্রথমবারের মত মুখোমুখি হতে যাচ্ছে। চ্যাম্পিয়নস লিগের ড্র হয়েছে। একই গ্রুপে রয়েছে (জি) জুভেন্টাস, বার্সেলোনা, ডায়নামো কিয়েভ ও ফেরেঙ্কভারোস। ৩২টি দল গ্রুপ পর্বে খেলবে। ২০ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু হবে।