Saturday, July 27, 2024
spot_img
Homeবিনোদনচ্যানেল আইতে ‘চলচ্চিত্রে আমাদের ৫০ বছর’

চ্যানেল আইতে ‘চলচ্চিত্রে আমাদের ৫০ বছর’

স্বাধীনতা উত্তর ১৯৭২ সালে ১৬ই জুলাই ব্যতিক্রমধর্মী চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ ছবি নিয়ে হাবিবুর রহমান খান প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। গতকাল চলচ্চিত্রে তার ৫০ বছর পূর্ণ হয়। ‘তিতাস একটি নদীর নাম’র পরবর্তীতে তিনি প্রযোজনা করেন পদ্মা নদীর মাঝি, হঠাৎ বৃষ্টি, মনের মানুষ, শঙ্খচিলসহ অনেক ছবি। বরাবরই তার লক্ষ্য ছিল সাহিত্যনির্ভর বা শিল্পশোভন চলচ্চিত্র নির্মাণের দিকে। তিনি দু’টি প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। একটি হলো আশীর্বাদ চলচ্চিত্র। এই প্রযোজনা প্রতিষ্ঠানটি শিল্পশোভন চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি অনেক উল্লেখযোগ্য চলচ্চিত্র পরিবেশনও করেছে। এর মধ্যে গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ও রয়েছে। এছাড়া তিনি ছবির কাজের জন্য ১৯৭২ সালে একত্রিত করেন একঝাঁক মেধাবী তরুণকে। ছবির পেছনে নানা ভূমিকায় কাজ করেন ফখরুল হাসান বৈরাগী, তমিজ উদ্দীন রিজভী, আখন্দ সানোয়ার মোরশেদ, শমসের আহমেদ, আওলাদ হোসেন চাকলাদার, এ জে মিন্টু ও ছটকু আহমেদ।

এরপর তিনি গড়ে তোলেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘শাওন সাগর লিমিটেড’। ৭ জন ছিলেন এই প্রযোজনা প্রতিষ্ঠানের পরিচালক। গত ৫০ বছরে হাবিবুর রহমান খানের পৃষ্ঠপোষকতায় অনেক দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন তারা। তাদের সেই অবদানের কথা তুলে ধরতেই ছটকু আহমেদ তৈরি করছেন তথ্যচিত্র ‘চলচ্চিত্রে আমাদের ৫০ বছর’। ছটকু আহমেদসহ নির্মাতা এ জে মিন্টু, ফখরুল হাসান বৈরাগী, তমিজ উদ্দিন রিজভী, প্রযোজক হাবিবুর রহমান খান ও শমসের আহমেদকে নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্রটি। চ্যানেল আইতে তথ্যচিত্রটি প্রচার হবে আজ সন্ধ্যা ৬টায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments