চীনের ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট চ্যাটজিপিটির মতো একটি চ্যাটবট তৈরি করতে যাচ্ছে। এই চ্যাটবটের নাম হবে ‘হনউইয়ানএদে’। টেনসেন্টের এআই ট্রেনিং মডেল হনইয়ানের সঙ্গে যুক্ত হবে এটি। হনউইয়ানএদে তৈরিতে একটি দল তৈরি করেছে টেনসেন্ট। চ্যাটজিপিটির মতো সেবা আনতে আলিবাবা ও বাইদুও কাজ শুরু করেছে। সূত্র : রয়টার্স