এআই চ্যাটবট চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী এনেছে গুগল। গত সোমবার এক ব্লগ পোস্টে বার্ড এআইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। জানিয়েছেন, এটি একটি পরীক্ষামূলক এআই সেবা, যা কথোপকথনের মাধ্যমে সেবা দেবে। তবে এটি এখনই সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে না। আপাতত শুধু গুগলের আস্থাভাজন ব্যক্তিরাই এটি ব্যবহার করতে পারবেন। পরীক্ষামূলক কার্যক্রম শেষে কয়েক সপ্তাহ পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বার্ড। বিপুলসংখ্যক ডাটা দিয়ে বার্ড এআইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন বা ল্যাম্বডা প্ল্যাটফরমের ওপর ভিত্তি করে বার্ড তৈরি করা হয়েছে। মানুষের মতো কথোপকথন চালিয়ে যেতে সক্ষম ল্যাম্বডা এআই সিস্টেম তৈরিতে দুই বছর ব্যয় করেছে গুগল। আগামী বুধবার প্যারিসে অনুষ্ঠেয় ‘গুগল প্রেজেন্টস ইভেন্ট’’-এ ল্যাম্বডা সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে। এদিকে ওয়াশিংটনের রেডমন্ড কোয়ার্টারে আসর বসবে মাইক্রোসফটের ইভেন্টের। সেখানে সার্চ ইঞ্জিন বিংয়ে চ্যাটজিপিটি যুক্ত করার ঘোষণা দিতে পারেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা।
সূত্র : বিজনেস ইনসাইডার