ম্যানচেস্টার ইউনাইটেডে আর মন বসাতে পারছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। চুক্তির এক বছর বাকি থাকলেও ক্লাব পলিসিতে অসন্তুষ্ট রোনালদো ছাড়তে চাইছেন ওল্ড ট্র্যাফোর্ড। কিন্তু যাবেন কোথায়? বৃটিশ সংবাদমাধ্যমের খবর, ৩৭ বছর বয়সী রোনালদোকে নিতে আগ্রহী বেশ কয়েকটি ক্লাব। এদের মধ্যে রয়েছে প্রিমিয়ার লীগের আরেক জায়ান্ট চেলসিও।
দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেস সম্প্রতি সাক্ষাত করেছেন চেলসির নতুন মালিক টড বোয়েলির সঙ্গে। গত সপ্তাহে পর্তুগালে দেখা করেন তারা। সেখানে রোনালদোর স্ট্যামফোর্ড ব্রিজে যোগদান প্রসঙ্গেও আলোচনা হয়েছে মেন্ডেস-বোয়েলির।
শোনা যাচ্ছে, গ্রীষ্মকালীন দলবদলে ৬ জন খেলোয়াড় সাইনিং করাতে চাইছেন চেলসি কোচ টমাস টুখেল। বিশেষ করে রোমেলু লুকাকু ধারে ইন্টার মিলানে যোগ দিতে যাওয়ায় স্ট্রাইকার প্রয়োজন ব্লুদের। গত মৌসুমে ম্যানইউর সেরা পারফর্মার রোনালদো এই জায়গায় হতে পারেন আর্দশ।
রোনালদোর এজেন্ট বায়ার্ন মিউনিখের সঙ্গেও কথা বলেছিলেন। তবে জার্মান জায়ান্টরা রোনালদোর বেতন-ভাতার দাবি শুনে পিছু হটেছে। বায়ার্ন বরং রবার্ট লেভানদোভস্কিকে ধরে রাখার প্রতি জোর দিচ্ছে।
অন্যদিকে, রোনালদো ও রোমাকে ঘিরেও একটা গুঞ্জন উঠেছে।
তবে রোমার বর্তমান কোচ হোসে মরিনহোর সঙ্গে রোনালদোর ব্যক্তিগত সম্পর্ক মধুর ছিল না। রিয়াল মাদ্রিদে থাকাকালীন ব্যক্তিত্বের সংঘাতে জড়িয়ে পড়েন তারা।