Tuesday, March 28, 2023
spot_img
Homeজাতীয়চুরি করে দেশকে ফোকলা করে দিয়েছে আওয়ামী লীগ: ফখরুল

চুরি করে দেশকে ফোকলা করে দিয়েছে আওয়ামী লীগ: ফখরুল

আওয়ামী লীগ বরাবরই গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা ধ্বংস করেছে। তাদের একমাত্র লক্ষ্য চুরি। আওয়ামী লীগ প্যাথলজিক্যাল চোর বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার  দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ‘আমার রাজনীতির রোজনামচা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব দাবি করেন, আওয়ামী লীগ সরকার দেশকে চুরি করে ফোকলা করে দিয়েছে। বিদ্যুৎ, জ্বালানির পর চুরির নতুন খাত পাতাল রেল। এখন কোথাও জবাবদিহিতা নেই। সমাজ, সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধকে কেড়ে নিয়ে ক্ষমতাসীনরা দেশকে চরমভাবে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।

গণতন্ত্র ও স্বাধীনতায় যারা বিশ্বাস করে না, তাদের বিরুদ্ধে বিএনপি কঠিন লড়াই করছে; এমন দাবিও করেন মির্জা ফখরুল। বলেন, যখন কোনও একনায়কের দাম্ভিকতা বাড়ে, তখন পতন ত্বরান্বিত হয়। দেশের মানুষ সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আওয়ামী লীগকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

দেশের ৪২ ভাগ মানুষ দারিদ্রসীমার নিচে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের বেশির ভাগ মানুষ আমিষ খেতে পারে না।

শুধু মুখেই সরকারের সাফল্য। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। দেশের মানুষই আন্দোলনে সরকারের পতন ঘটাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments