চুক্তি মেনে পরমাণু কেন্দ্র ও সেই সংক্রান্ত তথ্য বিনিময় করল ভারত ও পাকিস্তান। প্রতি বছর ১ জানুয়ারি এই তথ্য বিনিময়ের রেওয়াজ চলে আসছে প্রায় তিন দশক ধরে। সম্পর্কের নানা টানাপোড়েনের মধ্যেও এই প্রক্রিয়ায় ছেদ পড়েনি। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শুক্রবার বেলা ১১টা নাগাদ পাকিস্তানে ভারতীয় দূতাবাসের প্রতিনিধিদের হাতে পরমাণু কেন্দ্র সংক্রান্ত ফাইল তুলে দেন সে দেশের আধিকারিকরা। একই ভাবে সাড়ে এগারোটা নাগাদ দিল্লিতে পাক হাইকমিশনের আধিকারিকদের হাতে ফাইল তুলে দেয় বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর পরমাণু গবেষণা সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করে ভারত ও পাকিস্তান। ১৯৯২ সাল থেকে শুরু হয় তথ্য আদানপ্রদান। পাশাপশি, দু’দেশের জেলে বন্দি থাকা নাগরিকদের তালিকাও বিনিময় করা হয়। পাকিস্তান জানিয়েছে, তাদের জেলে মোট ৩১৯ জন ভারতীয় বন্দি রয়েছেন। যাঁদের মধ্যে ৪৯ জন সাধারণ নাগরিক ও ২৭০ জন মৎস্যজীবী। অন্যদিকে, ভারত জানিয়েছে, মোট ৩৪০ জন পাক নাগরিক এদেশে বন্দি রয়েছেন। তাঁদের মধ্যে ৭৭ জন মৎস্যজীবী ও ২৬৩ জন সাধারণ নাগরিক।