এবার চীন ও বিদেশী সংস্থা পরিচালিত ২৩২টি অ্যাপ ব্লক করেছে ভারত। বাজি, জুয়া এবং অননুমোদিত ঋণসেবার সাথে জড়িত থাকার অভিযোগে এসব অ্যাপ ব্লক করা হয়েছে বলে জানা গেছে। -টাইমস অব ইন্ডিয়া
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় অ্যাপগুলো ব্লক করার এই সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, অ্যাপগুলোর বেশিরভাগই চীনের।
জুয়া, বাজি এবং মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রথমে ১৩৮টি অ্যাপ ব্লক করার নির্দেশ জারি করা হয়। পরে আলাদাভাবে, অননুমোদিতভাবে ঋণ সেবার অভিযোগে ৯৪টি অ্যাপ ব্লক করার আদেশ জারি করা হয়েছে।
এই অ্যাপগুলি চীনসহ অফশোর সত্ত্বা থেকে পরিচালিত হচ্ছিল বলে অভিযোগে প্রকাশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ ছিল এই অ্যাপগুলো।