Tuesday, April 16, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিচীনে মেটাভার্সেও দেখা যাবে ওয়ার্ল্ড কাপ

চীনে মেটাভার্সেও দেখা যাবে ওয়ার্ল্ড কাপ

চীনের ফুটবলভক্তরা ভিআর হেডসেট পরে মেটাভার্সের জগতে গিয়ে খেলা দেখতে পারছে। চীনের দুই স্ট্রিমিং সেবাদাতা কম্পানি মিগু এবং টিকটক সংস্করণ পরিচালনাকারী ডুইন কম্পানি গ্রাহকদের মেটাভার্সে খেলা দেখার সুযোগ দিচ্ছে। মেটাভার্সের অভিজ্ঞতা নিতে চীনের ব্যবহারকারীদের ফাইভজি ইন্টারনেট ও ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটের প্রয়োজন হবে। মিগু ও ডুইন বেশ চড়া মূল্যে ওয়ার্ল্ড কাপের সম্প্রচার স্বত্ব কিনেছে।

গত জুলাইয়ে উইবো অ্যাকাউন্টে মিগু ঘোষণা দিয়েছিল, ভিআর হেডসেট পরে লাইভ ফুটবল খেলা দেখলে পরাবাস্তব অনুভূতি পাওয়া যাবে। চীনের বাইটডান্সের শাখা কম্পানি পিকো এ উপলক্ষে ভিআর গগলস কেনার আহবান জানাচ্ছে দর্শকদের। নতুন প্রযুক্তি পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য ওয়ার্ল্ড কাপ ইভেন্ট বেশ উপযুক্ত। ডিজিটালভাবে বন্ধুদের সঙ্গে মিলে খেলা উপভোগ করা যাবে বলে চীনের দর্শকরাও খুশি। মেটাভার্সের দুনিয়া ভবিষ্যতে কেমন হতে যাচ্ছে, তার ধারণা আগেভাগেই পাবে তারা।      সূত্র : গ্লোবাল টাইমস

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments