Saturday, January 28, 2023
spot_img
Homeআন্তর্জাতিকচীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন আর নেই

চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন আর নেই

চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন আর নেই। বুধবার সাংহাইয়ের স্থানীয় সময় দুপুর ১২টায় মারা গেছেন তিনি। এ তথ্য দেয়া হয়েছে রাষ্ট্রীয় মিডিয়ায়। বলা হয়েছে, তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিয়ানানমেন স্কোয়ার বিক্ষোভের পর তিনি ক্ষমতায় এসেছিলেন। তার সময়কালে চীন ব্যাপকভাবে উন্মুক্ত করা হয়। ফলে দেশটি দ্রুতগতিতে প্রবৃদ্ধির দিকে এগিয়ে যায়। তিয়ানানমেন বিক্ষোভের পর সবচেয়ে মারাত্মক বিক্ষোভ যখন হচ্ছে চীনে, তখনই তিনি মারা গেলেন। চাইনিজ কমিউনিস্ট পার্টি বিবৃতিতে বলেছে, জিয়াং জেমিন মারা গেছেন লিউকেমিয়া এবং নানা রকম অঙ্গ অকেজো হয়ে যাওয়ায়। 

গ্লোবাল টাইমস, সিনহুয়া বার্তা সংস্থা সহ রাষ্ট্রীয় মিডিয়াগুলো তার সম্মানে তাদের ওয়েবসাইটকে সাদা-কালোতে উপস্থাপন করেছে। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি প্রয়াত এই নেতার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে।

এতে বলা হয়েছে, ১৯৮৯ সালের বসন্ত ও গ্রীষ্মে চীনের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল হয়ে উঠেছিল। সে সময় কমরেড জিয়াং জেমিন অসন্তোষের বিরুদ্ধে পার্টির সেন্ট্রাল কমিটিতে যথাযথ সিদ্ধান্ত দিয়ে তা বাস্তবায়নে ভূমিকা রেখেছিলেন। তিনি সমাজতান্ত্রিক রাষ্ট্রীয় ক্ষমতার পক্ষে ছিলেন এবং জনগণের মৌলিক স্বার্থের একজন রক্ষক ছিলেন। সূত্র: অনলাইন বিবিসি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments