চীনের স্পেস প্রগ্রামকে বাহবা দিয়ে টুইট করেছেন ইলন মাস্ক। তিনি লেখেন, চীনের প্রযুক্তি কত উন্নত, তা অনেকেই জানে না। কানাডিয়ান সাবেক এক মহাকাশচারী ক্রিস হ্যাডফিল্ড সংবাদমাধ্যম সিজিটিএনের একটি রিপোর্ট টুইটারে শেয়ার করেন। সেটাই রিটুইট করে চীনের প্রশংসা করেন ইলন মাস্ক।রিপোর্টটিতে চীনের চন্দ্র অভিযান মিশনের প্রধান পরিকল্পনাকারী উ উইরেনের বক্তব্য ছিল। উ বলেন, ২০৩০ সালের মধ্যে চায়নিজরা অবশ্যই চাঁদে পা রাখবে। এই লক্ষ্য পূরণ করতে কোনো সমস্যা হবে না। মিশনের জন্য দ্বিতীয় প্রজন্মের অত্যাধুনিক রকেটও তৈরি করবে চীন।২০২২ সালে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ঘোষণা দেয়, চাঁদে তারা তিনটি মিশন—চেং ই-৬, চেং ই-৭ ও চেং ই-৮ পরিচালনা করবে। এ ছাড়া চাঁদে একটি ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন তৈরি করবে চীনের মহাকাশ গবেষণা সংস্থাটি। এই কাজে অন্যান্য দেশকেও এগিয়ে এসে সহায়তার আহবান জানিয়েছে তারা। উ উইরেন বলেন, এটি সবার জন্য উন্মুক্ত।উল্লেখ্য, ব্যাবসায়িক কাজে চীনে অবস্থান করছেন মাস্ক।
সূত্র : সিজিটিএন