Monday, March 27, 2023
spot_img
Homeআন্তর্জাতিকচীনের বিরুদ্ধে ‘পাল্টা ব্যবস্থা’ নেওয়ার হুমকি তাইওয়ানের

চীনের বিরুদ্ধে ‘পাল্টা ব্যবস্থা’ নেওয়ার হুমকি তাইওয়ানের

বুধবার তাইওয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি তাইওয়ানের কোনো অঞ্চলের ভেতর চীনের যুদ্ধবিমান বা যুদ্ধ জাহাজ প্রবেশ করে তাহলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। 

তাইওয়ান সব সময় চীনের অভিযানের আতঙ্কে থাকে। চীন দাবি করে তাইওয়ান তাদের। এক সময় মূল চীনের সঙ্গে এটিকে যুক্ত করা হবে; প্রয়োজনে বল প্রয়োগ করা হবে বলে হুমকি-ধামকি দেয় চীন। 

ক্ষুদ্র তাইওয়ানকে সব সময় উত্তক্ত্য করে চীন। প্রায় সময়ই সমুদ্র ও আকাশসীমা ভঙ্গ করে চীনের যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান তাইওয়ানে প্রবেশ করে। 

এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে আসার পর এমন উস্কানিমূলক কর্মকাণ্ড আরও বাড়িয়ে দেয় চীন। 

এমন সময়ই তাইওয়ানের পক্ষ থেকে সরাসরি হুমকি দেওয়া হলো। 

তাইওয়ানের সার্বভৌমতা ভঙ্গ করে প্রায়ই তাদের অঞ্চলে চীনের বিমান ও যুদ্ধজাহাজ প্রবেশের ব্যাপারে হুশিয়ারি দিয়ে মেজর জেনারেল লিন ওয়েন-হুয়াং বলেন, তাইওয়ানের যত কাছে এগুলো আসবে ততবেশি প্রতিক্রিয়া দেখানো হবে। 

তিনি আরও বলেন, আমরা নৌ, বিমান বাহিনী ও কোস্ট গার্ড ব্যবহার করে, চীনের পিপলস লিবারেশন আর্মির যেসব বিমান ও জাহাজ আমাদের ২৪ নটিক্যাল মাইল এবং ১২ নটিক্যাল মাইল জোনে প্রবেশ করবে সেগুলোকে আটকাব। যখন চীনের জাহাজ আমাদের ১২ নটিক্যাল জোনের ভেতর আসবে তখন আত্মরক্ষা এবং পাল্টা আক্রমণ ব্যবস্থা ব্যবহার করা হবে।

সূত্র: এএফপি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments