Thursday, June 1, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিচীনের প্রশংসা করলেন অ্যাপল প্রধান টিম কুক

চীনের প্রশংসা করলেন অ্যাপল প্রধান টিম কুক

চীনের প্রশংসা করলেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। শনিবার তিনি চীন সফরে প্রকাশ্যে দেশটির দ্রুত উদ্ভাবনী এবং যুক্তরাষ্ট্রের এই আইফোন প্রস্তুতকারকদের সঙ্গে দীর্ঘ সম্পর্কের প্রশংসা করেন টিম কুক। গত বছর শেষের দিকে করোনা বিষয়ক বিধিনিষেধ প্রত্যাহার করে চীন। এরপর চীন সরকারের পূর্ণ উদ্যমে আয়োজিত চায়না ডেভেলপমেন্ট ফোরামে যোগ দিতে বেইজিং রয়েছে টিম কুক। তিনি ছাড়াও এতে যোগ দেন সরকারের সিনিয়র কর্মকর্তারা। ফাইজার এবং বিএইচপির প্রধান নির্বাহী কর্মকর্তারা। ওই অনুষ্ঠানে টিম কুককে উদ্ধৃত করে দ্য পেপার বলেছে, টিম কুক বলেছেন- চীনে উদ্ভাবন দ্রুত গতিতে উন্নত হচ্ছে। আমি আশা করি তা আরও ত্বরান্বিত হবে। উল্লেখ্য, বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে যখন তীব্র উত্তেজনা এবং তা বৃদ্ধি পাচ্ছেই, তখন অ্যাপল প্রধান এসব মন্তব্য করেছেন। অ্যাপল এখন তাদের উৎপাদন চেইন ভারতে চালু করতে চায়।

গত বছর অ্যাপল সরবরাহকারী ফক্সকন পরিচালিত আইফোনের সবচেয়ে বড় কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়, চীনে শ্রমিকদের মধ্যে অসন্তোষের কারণে। এর আগের দিন শুক্রবার বেইজিংয়ে অ্যাপলের একটি স্টোর সফর করেন টিম কুক। ওই সফরের ছবি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments