তাইওয়ানের রাজনীতিবিদ ও এক্সিকিউটিভ ইউয়ানের প্রেসিডেন্ট সু সেং চাং চীনাদের চুরি ঠেকাতে দ্রুত কঠিন আইন বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রেড সাপ্লাই চেইনের এই হুমকি রুখতে হবে। চীনের কম্পানিগুলো সরকারের আর্থিক সহায়তায় তাইওয়ানের কম্পানিগুলোর বাজার দখল করছে। এটাই ‘রেড সাপ্লাই চেইন’ হিসেবে পরিচিত।
তাইওয়ানের তৈরি চিপ ফাইটার জেট থেকে শুরু করে মোবাইল ফোন—সব কিছুতে ব্যবহৃত হয়। এসব চিপের বেশির ভাগই তৈরি করে তাইওয়ান সেমিকন্ডাক্টার ম্যানুফ্যাকচারিং কম্পানি (টিএসএমসি)। তাদের এই সাফল্যে ভাগ বসাতে নতুন প্রযুক্তিগুলো চুরি করছে চীন।
গত ফেব্রুয়ারিতে তাইওয়ানের মন্ত্রিসভা নতুন এক আইন প্রণয়ন করে। তাতে বলা হয়, চীনের কাছে কেউ প্রযুক্তি ফাঁস করলে তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হবে। মন্ত্রিসভার এক বৈঠকে প্রেসিডেন্ট সু সেং চাং জানান, প্রস্তাবিত আইনটির যাচাই-বাছাই প্রক্রিয়া দ্রুত শেষ করতে তিনি বিচার বিভাগকে সংসদের সঙ্গে কাজ করতে বলেছেন। প্রচুক্তিচুরি ও মেধাপাচার ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কাজ করতে হবে বলেও জানিয়েছেন তিনি।