পাকিস্তানে চীনা ব্যবসাকে অগ্রাধিকার দিয়ে সমর্থন বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। চীনা ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। পাক প্রধানমন্ত্রী বলেন, বিশেষ অর্থনৈতিক জোনে চীনা ব্যবসায়ীরা বিনিয়োগের আগ্রহ দেখানোয় আমরা তাদের কাছে কৃতজ্ঞ। বৈঠকে চীনা ব্যবসায়ী দলের নেতৃত্ব দেন চ্যালেঞ্জ ফ্যাশন প্রাইভেট লিমিটেডের চেন ইয়ান। এ খবর দিয়েছে পাক অবজার্ভার।
ইমরান খান বলেন, অতীতে ও বর্তমানে পাকিস্তান ও চীন একে অপরের সঙ্গে ছিল এবং ভবিষ্যতেও পরবর্তী প্রজন্মের মাধ্যমে এই দুই দেশ ঐক্য ধরে রাখবে। দুই দেশের মানুষের মধ্যেকার মূল্যবান সম্পর্ককে আমরা সমাদর করি। পাকিস্তানে বিনিয়োগ করতে যোগাযোগসহ যেসব সমস্যায় পড়তে হচ্ছে চীনা বিনিয়োগকারীদের তার দ্রুত সমাধানের আশ্বাস দেন ইমরান খান।চীনা ব্যবসায়ীরাও পাক প্রধানমন্ত্রীকে জানান যে, তারা দেশটির গ্লাস, সিরামিক ও প্রযুক্তি খাতে বিনিয়োগে প্রস্তুত। বিশ্বের অন্যতম প্রযুক্তি কোম্পানি Oppo শীগগিরই পাকিস্তানে তাদের কারখানা ও গবেষণা কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে। এরফলে পাকিস্তানিদের বিদেশি মোবাইল ক্রয়ের ব্যয় কমবে এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থানও সৃষ্টি করবে।