ভালোবাসা
সকালের সোনারুদ্দর জানালায় অট্টগোল
চৌদ্দ ফেব্রুয়ারি বাজায় নৃত্যে বড্ডডোল,
সমুদ্র সৈকতে জোয়ারে তীরে যায় নৌবহর
আকাশ-জমির বাঁধভাঙ্গা উল্লাসে সৌরঝড়।
–ভালোবাসা
পাহাড়ী ঝর্ণার আভেসে বিহঙ্গ মন-মাতাল
ধরনীর ক্লান্তি আবাস খুঁজে পায় মৃদ-বাতাস,
তাজমহলের প্রতিটি ইটের কণার ঝলখানি
সময়ের বাধনে সকল চঞ্চলতা ঊর্ধ্বমুখী ।
–ভালোবাসা
প্রতিটি রাতের চেয়ে অন্তহীন দিবস ভিন্ন
জীবন মানে সীমানার কাঁটাতারে নিরন্ন,
জীবন্ত প্রেমে আধারে ডুবে চাঁদ একান্ত
দুজনার হাঁসি ঠাট্টায় গলে যায় বিষন্ন।
–ভালোবাসা
অভিমানে ব্যথার পাহাড় জড়তা বিপন্ন
আকাশে সুখতারা নিশি জেগে সম্পন্ন,
বুকে বাঁধা দু:স্বপ্ন খাঁচায় রেখে প্রিয়ন্ত
শূন্যতার রাজ্যে প্রেরণার বাতিঘর জলন্ত।
–ভালোবাসা
ভাঙ্গনের শত ভয়ে বন্ধনে তুলে মন্দপাল
হৃদয়ের লেনা-দেনার আশ্বাসে অনন্তকাল,
স্বর্গের বীণায় মঙ্গলে ভালবাসার যাত্রাডাল
সুগন্ধি ফুলের মালায় ভরে যায় নিদ্রাতাল।
–ভালোবাসা
পবিত্র সত্তায় বন্ধনে প্রতিধ্বনি স্বর্গ নিরন্তর
অন্ধকারে দুভোর্গ হারিয়ে নত ভোগান্তর,
অস্ত্রহীন মহড়ায় বাস্তব যুদ্ধের প্রতিচ্ছবি
সবার মননে সত্যে হোক প্রেম চিরজীবী।