তোমার কবিতার শব্দে
বুনো বাতাস কাঁদে
এবং একটি ঠাণ্ডা রাত;
শেকলের ভারে ক্ষত-বিক্ষত
কোমর তোমার, রক্ত শুকিয়ে
ব্যথার অনুভব শূন্যতা
কিন্তু দেখ! তোমার সে পিছু ডাক
মুহূর্তে বদলে দিয়েছিলো আমায়;
উন্মাদনার ঐশ্বরিক অনুভূতি
অবিচক্ষণ চোখের কাছে
মানসিক অস্থিরতা এবং হতাশার
একটি বর্ধিত ধ্যান “পাগলামো”
জীবনের তিক্ততায় ও খুঁজে পেয়েছো
ভোরের পাখিদের কোলাহল
সকাল উঁকি দেয়
গোমতীর উপর দিয়ে,
তোমার অপেক্ষায়।
আমি জোরে হেসে মনে
প্রতিটা ঝড় মিটে যাওয়ার পর,
মনে পড়ে কেঁদেছি জোরে
হৃদয়ের প্রচণ্ড ব্যথায়…
বেরিয়ে এসে মূলধারার মতামত
বিশ্বাসযোগ্য এক বন্ধু হয়েছি তোমার,
বন্ধুর তৃষ্ণা মেটায়
এমন এক কবি তুমি
চিরকাল স্থান দেব হৃদয়ে তোমায়!