Tuesday, March 28, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিচিপ তৈরিতে ভর্তুকি দেবে যুক্তরাষ্ট্র

চিপ তৈরিতে ভর্তুকি দেবে যুক্তরাষ্ট্র

চিপ বা সেমিকন্ডাক্টর ব্যবসায় চীনের সঙ্গে টিকে থাকতে ভর্তুকি দেওয়ার বিষয়ে আলোচনা করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। বৃহস্পতিবার ১০০ জন ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেট সদস্য মিলে কনফারেন্স মিটিংয়ে অংশ নেবেন। তবে এই আলোচনার পরও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে কয়েক মাস সময় লেগে যাবে। কংগ্রেসের সদস্যরা এই খাতে পাঁচ হাজার ২০০ কোটি ডলার ভর্তুকি দেওয়ার ব্যাপারে সংসদে সুপারিশ করবেন।

এই বিলের খসরা পাস হয়েছিল গত বছরের জুনে। এত দিনেও কোনো অগ্রগতি না হওয়ায় খোদ সিনেট সদস্যরা হতাশ। যুক্তরাষ্ট্র সবেমাত্র প্রণোদনার বিষয়ে ভাবতে শুরু করেছে। অথচ জার্মানি এরই মধ্যে বিল পাস করে প্রণোদনা দেওয়ার বিষয়টি চূড়ান্ত করে ফেলেছে। প্রণোদনা না দিলে চিপ ব্যবসায় বিপুল ক্ষতি হবে বলে জানিয়েছেন সিনেটর মার্ক ওয়ার্নার। সারা বিশ্বেই চিপের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে স্বচালিত গাড়ি ও ইলেকট্রনিক পণ্যের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে।   সূত্র : রয়টার্স

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments