Friday, June 9, 2023
spot_img
Homeবিনোদনচিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা

চলতি বছরের জানুয়ারিতে গুরুতর অসুস্থ হয়ে টানা ১৫ দিন হাসপাতালে ছিলেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ (সোহেল রানা)। তখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর সুস্থ হয়ে বাড়িতে ফেরেন। তবে সম্প্রতি নতুন জটিলতা দেখা দেয় তার চোখে। ২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে হয় সার্জারি। সমাধানের পরিবর্তে তৈরি হয় নতুন জটিলতা। মূলত সেই জটিলতা নিরসনে এবার তাকে ঢাকা থেকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। খবরটি নিশ্চিত করে মাসুদ পারভেজের ছেলে নির্মাতা-অভিনেতা মাশরুর পারভেজ। তিনি বলেন, ঢাকায় যে অপারেশনটা হলো, সেটা সফল ছিলো না। বরং জটিলতা দেখা দিয়েছে।

এজন্য আমরা দ্রুত মাউন্ট এলিজাবেথে যোগাযোগ করি। ৩০ অক্টোবর আমরা যাচ্ছি। বাবার সঙ্গে আমি ও মা (জিনাত বেগম) থাকছি। সবার কাছে দোয়া চাইছি। মাশরুর জানান, এটাকে বলা হয় ক্যাটারাক্ট সার্জারি। এর আগেও সোহেল রানার ডান চোখে একই সার্জারি হয় মাউন্ট এলিজাবেথে। তারই রুটিন সার্জারি হিসেবে এবার সেটি ঢাকায় করানো হয়েছে। যদিও তাতে বেড়েছে জটিলতা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments