Monday, April 15, 2024
spot_img
Homeবিনোদন‘চা বাগানের শ্রমিকরা যেন রক্তচোষাদের খপ্পর থেকে বাঁচে’

‘চা বাগানের শ্রমিকরা যেন রক্তচোষাদের খপ্পর থেকে বাঁচে’

চা–শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন দেশের বিভিন্ন অঞ্চলের চা–শ্রমিকেরা। বিক্ষোভ মিছিলের পাশাপাশি চা-বাগানে পালন করছেন ধর্মঘট। এই ন্যায্য দাবির পক্ষে বিভিন্ন অঙ্গনের মানুষেরাও একাত্বতা ঘোষণা করছেন বিভিন্নভাবে। এবার চা শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি পূরণের পক্ষে আওয়াজ তুললেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে লিখেন, কত উপন্যাসে পড়েছি, কত নাটক সিনেমায় দেখেছি, কতবার ভ্রমন করেছি সেই শান্তির জায়গা চা- বাগানে। তখন তাকিয়েছি শুধু, দেখিন আর বুঝিনি সেই চা বাগান শ্রমিকদের জীর্নশীর্ণ শরীরের পেছনের আসল কষ্ট। এক কাপ চা কতটাই না আনন্দ দেয় অনুভূতিপ্রবন এই সমাজে ! বিলেতি আমল থেকে হালের ডিজিটাল যুগেও চা বাগানের শ্রমিকদের ভাগ্যের কোন উন্নয়ন ঘটেনি। আমরা জাতি হিসেবে আসলেই অপরাধী। সব সমস্যা এড়িয়ে চলা আমিত্ব আসক্ত জাতি। অনভূতিহীন প্রতিক্রিয়াহীন স্বার্থপর জাতির ভাগ্য এমনই হবে, এটাই স্বাভাবিক। 
চা বাগানের শ্রমিকদের ন্যায্য দাবীর পক্ষে আমি, আমরা সবাই আছি।

হঠাও গরীবি, হঠাও লুটেরা। শ্রমিকের ঘাম রক্তের চেয়েও পবিত্র। চা বাগানের শ্রমিকরা যেন হালের নীল চাষী ঔপনিবেশিক রক্তচোষাদের খপ্পর থেকে বাঁচে। মজলুম মজদুর – তোমাদের জয় হউক…।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments