দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ বাজারে ছাড়ল নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘প্রিমো এসএইট’। ৮.৬ মিলিমিটার স্লিম বডির স্মার্টফোনটি সম্পূর্ণ থ্রিডি গ্লাস প্যানেলে তৈরি। ফোনটির উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ৯০ হার্জসমৃদ্ধ ফুল এইচডি প্লাস এলটিপিএস ডিসপ্লে, অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম, ২.০ গিগাহার্জ গতির শক্তিশালী হেলিও জি৮৮ অক্টাকোর প্রসেসর, এআরএম মালি-জি৫২ এমসিটু গ্রাফিকস, ৬ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র্যাম, ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ, ২৫৬ গিগাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সমর্থন, এলইডি ফ্ল্যাশসহ ৪৮, ৫, ২ এবং ২ মেগাপিক্সেলের এআই কোয়াড (চার) রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল মিডল পাঞ্চহোল সেলফি ক্যামেরা, ১৮ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিংসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি, ফেস আনলক। মিরর ব্ল্যাক এবং ওশেন ব্লু রঙের ডিভাইসটির দাম ২০ হাজার ৯৯০ টাকা। তবে ই-কমার্স প্ল্যাটফর্ম ওয়ালকার্ট (walcart.com) থেকে ৮ শতাংশ মূল্যছাড়ে ফোনটি কেনা যাচ্ছে ১৯ হাজার ৩১৩ টাকায়।