ইউএসবি টাইপ-সি পোর্ট আনবে অ্যাপল
চলতি বছরের আসন্ন আইফোন ১৫ সিরিজে থাকবে ইউএসবি টাইপ-সি পোর্ট। ইউরোপীয় ইউনিয়নের নির্দেশের কারণেই আইফোনে ইউএসবি টাইপ-সি পোর্ট যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। তবে ইউএসবি টাইপ-সি পোর্ট থাকলেও তাতে কাজ করবে না অ্যানড্রয়েড চার্জার। কারণ কাস্টমাউজড ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) ইন্টারফেস যুক্ত ইউএসবি টাইপ-সি পোর্ট আনতে যাচ্ছে অ্যাপল। এর ফলে ফাস্ট চার্জিং ও হাই স্পিড ডাটা ট্রান্সফারের সুযোগ থাকছে না। চীনের মাইক্রোব্লগিং সাইটে শেয়ার করা একটি পোস্টে এই তথ্য জানা গেছে। গত বছর অক্টোবরে সব স্মার্টফোন ও ছোট আকারের ডিভাইসের জন্য সর্বজনীন চার্জারের ব্যবহার বাধ্যতামূলক করে ইউরোপীয় ইউনিয়ন। ২০২৪ সালের মধ্যে স্মার্টফোনে এবং ২০২৬ সাল থেকে ল্যাপটপের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। এ বিষয়ক আইন পাস হওয়ায় আইফোনে লাইটেনিং পোর্টের বদলে সি টাইপ চার্জার রাখতে বাধ্য হচ্ছে অ্যাপল। ই-বর্জ্য কমানোর লক্ষ্যে এই আইন তৈরি করেন ইউরোপীয় ইউনিয়নের নীতিনির্ধারকরা। সূত্র : ইন্ডিয়া টুডে