রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ মস্কোভা ডুবে যাওয়ার ঘটনায় প্রথমবার হতাহতের সংখ্যা প্রকাশ করল রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোভা ডুবে যাওয়ার ঘটনায় তাদের একজন নাবিকের প্রাণ গেছে।
আলজাজিরা এক প্রতিবেদনে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ওই ঘটনায় নিখোঁজ হয়েছেন ২৭ জন নাবিক। তবে যুদ্ধজাহাজটিতে থাকা বাকি ৩৯৬ জন নাবিককে উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরের প্রধান যুদ্ধজাহাজ মস্কোভা গত ১৪ এপ্রিল ডুবে যায়। ইউক্রেনের দাবি, মস্কোভায় নেপচুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তারা ডুবিয়ে দিয়েছে।
তবে রাশিয়ার পক্ষ থেকে বরাবরই বিষয়টি অস্বীকার করা হচ্ছে। মস্কোর দাবি, মস্কোভায় আগুন ধরে গিয়েছিল। আগুন ধরে যাওয়ার পর একপর্যায়ে ঝড়ের কবলে পড়ে সেটি ডুবে গেছে বলেও দাবি করা হয়েছে।
পরে যুদ্ধজাহাজটির নাবিকদের ছবি ও ভিডিও প্রকাশ করেছে মস্কো। আর এবার একজন নাবিক নিহত হওয়ার খবর জানাল ক্রেমলিন।
সূত্র : আলজাজিরা।