২০২৫ সালে আবারও চাঁদে যাবে মানুষ। ‘আর্টেমিস ৩ মিশন’-এর জন্য নতুন ডিজাইনের স্পেস স্যুট তৈরি করেছে নাসা ও অ্যাক্সিওম স্পেস কম্পানি। চাঁদের দক্ষিণ মেরুতে হাঁটার উপযোগী এই পোশাকের সঙ্গে যুক্ত হেলমেটে আছে টর্চ ও ক্যামেরা। তীব্র ঠাণ্ডায় এই স্পেস স্যুট পরে টিকে থাকা যাবে।
সাদা স্পেস স্যুটের ওপর কভার হিসেবে থাকবে এই কালো স্পেস স্যুট।
সূত্র : ইয়াহু ফিন্যান্স