Thursday, June 1, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিচাঁদে ফের পানির সন্ধান

চাঁদে ফের পানির সন্ধান

চাঁদজুড়ে ছড়িয়ে থাকা কাচের ক্ষুদ্র পুঁতির ভেতরে পানির অস্তিত্ব আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এক সময় মনে করা হতো চাঁদ সম্পূর্ণ শুকনা। সামান্য পানির ছিটেফোঁটাও সেখানে নেই। কিন্তু ১১ বছর আগে প্রথম নাসার এক বিজ্ঞানী আবিষ্কার করেন চাঁদেও পানি আছে। ২০২০ সালে ‘নেচার অ্যাস্ট্রোনমি’ পত্রিকায় বিজ্ঞানীরা জানান, প্রত্যাশার তুলনায় অনেক বেশি পরিমাণ পানি আছে চাঁদে। এতদিন বিজ্ঞানীরা তা বুঝতে পারেননি; কারণ, চাঁদের যে অংশে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে বরফের আকারে জমে আছে অনেক পানি। ব্রিটেনের ওপেন ইউনিভার্সিটির মহাকাশ বিভাগের অধ্যাপক মহেশ আনন্দ বলেছেন, ‘যখন রোদ থাকে, তখন পানির অণুগুলো ‘চন্দ্রপৃষ্ঠের উপরে উঠতে’ দেখা যায়। তবে ঠিক কোথা থেকে পানি আসছে তা জানা যায়নি।’ তবে গবেষণায় বলা হয়েছে, ‘কাচের পুঁতিগুলো সম্ভবত চন্দ্রপৃষ্ঠের পানি চক্রের সঙ্গে জড়িত প্রভাবশালী জলাধার।’
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments