Monday, May 29, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিচলতি বছর ৪০ গেম আনছে নেটফ্লিক্স

চলতি বছর ৪০ গেম আনছে নেটফ্লিক্স

চলতি বছরের মধ্যে আরো ৪০টি ভিডিও গেম চালুর পরিকল্পনা হাতে নিয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম নেটফ্লিক্স। বর্তমানে সারা বিশ্বে ২০ কোটিরও বেশি গ্রাহক আছে তাদের। এই বিপুলসংখ্যক ব্যবহারকারীর জন্য নিজেদের গেমিং বিভাগ ঢেলে সাজাচ্ছে তারা। বাইরের পাবলিশারদের দিয়ে ৭০টি এবং নিজেরা ১৬টি গেম তৈরি করেছে।

নেটফ্লিক্সের এক্সটার্নাল গেমের ভাইস প্রেসিডেন্ট লিয়ান লুম্বের চাওয়া, প্রতিটি নেটফ্লিক্স ডিভাইসে যেন গেম খেলা হয়। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত গেমিং খাতে আমরা নবীন। প্রতিনিয়ত নতুন নতুন গেম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছি, যাতে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী গেম খেলতে পারে।’ তিনি আরো জানান, ইউবিসফট ছাড়াও অন্য বড় বড় পাবলিশারের সঙ্গে কাজ করতে আগ্রহী নেটফ্লিক্স। এখন পর্যন্ত ৫৫টি গেম উন্মুক্ত করেছে নেটফ্লিক্স। ২০২১ সালের শেষ ভাগে নেটফ্লিক্সের মোবাইল অ্যাপে ইন অ্যাপ পারচেজ ছাড়া বিনা মূল্যে গেম খেলার সুবিধা চালু হয়। বিনা মূল্যে গ্রাহকদের খেলার সুযোগ দিয়ে নেটফ্লিক্স সফল হতে পারবে কি না, তা সময়ই বলে দেবে।               

 সূত্র : অ্যাক্সিওস

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments