Friday, July 26, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিচলতি বছর ভারতে চালু হবে ফাইভজি

চলতি বছর ভারতে চালু হবে ফাইভজি

চলতি বছরই ভারতে শুরু হবে ফাইভজি পরিষেবা। গতকাল দেশটির কেন্দ্রীয় বাজেটে এই ঘোষণা দেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারাম। স্পেকট্রামের নিলাম হওয়ার পর বেসরকারি সংস্থাগুলো এ বছরই ফাইভজি চালুর ছাড়পত্র পাবে। ২০২২ সালের প্রথম দিকেই নিলাম প্রক্রিয়া শুরু হবে।

স্পেকট্রাম নিলাম সম্পন্ন হলে বেসরকারি সংস্থাগুলো পরিষেবা দেওয়া শুরু করবে।

কলকাতাসহ দেশের বিভিন্ন শহরে ফাইভজি টেস্ট করেছে প্রতিটি বেসরকারি সংস্থা। প্রাথমিকভাবে ফাইভজি চালু করা হবে যে শহরগুলোতে সেগুলোর তালিকা সরকারিভাবে প্রকাশ করা হয়েছে। আর তাতে মোট ১৩টি শহরের নাম রয়েছে। ওই তালিকার প্রথমেই রয়েছে কলকাতা। তাই মনে করা হচ্ছে, কলকাতায় সর্বপ্রথম ফাইভজি চালু করতে পারে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। যদিও নিলাম প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যাবে না। অন্যদিকে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর তরফেও এর থেকে বেশি কিছু জানানো হয়নি।   

সূত্র : এই সময়

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments