আগামী ১২ই অক্টোবর চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ নিয়ে আজ সোমবার বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করবে চট্টগ্রাম উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর শাখা আওয়ামী লীগ।
সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ১২ তারিখ তো বিএনপি সমাবেশ ডেকেছে। এই বিষয়ে অনেকে জিজ্ঞাসা করছে আমরা কি করবো। তাই বিষয়টি নিয়ে আমাদের অবস্থান খোলাসা করতে এই সংবাদ সম্মেলন।’
বিএনপিকে সমাবেশ করতে দেবেন কিনা জানতে চাইলে বলেন, ‘এখানে আমাদের দেয়ার, না দেয়ার কি আছে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। তবে তারা নৈরাজ্য করলে আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই অ্যাকশনে যাবে। আর সেক্ষেত্রে আমাদের কি করণীয় থাকবে সেটা আমরা সংবাদ সম্মেলনে বলবো।