Saturday, July 27, 2024
spot_img
Homeসাহিত্যঘোষণা আসছে বাঘা যতীন পুরস্কারের

ঘোষণা আসছে বাঘা যতীন পুরস্কারের

শিগগির আসছে বাঘা যতীন গবেষণাকেন্দ্র প্রবর্তিত পুরস্কারের ঘোষণা। শিল্প-সাহিত্যের ৩ শাখায় এ পুরস্কার দেওয়া হবে। ২১ নভেম্বর সংগঠনের কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পুরস্কারগুলো হলো: ‘বাঘা যতীন প্রবন্ধ পুরস্কার’, ‘আকবর হোসেন কথাসাহিত্য পুরস্কার’ ও ‘গগন হরকরা কবিতা পুরস্কার’।

বাঘা যতীন গবেষণাকেন্দ্রের আহ্বায়ক অধ্যাপক ড. রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ড. শাফিক আফতাব, অধ্যাপক জসিম উদ্দিন, অধ্যাপক মো. ইসরাফিল হোসাইন, খুর্শিদা বারী মিলি, মিলন হাসান, মোহাম্মদ নূরুল হক, খান মামুন, মাইনুল হোসেন, হানিফ রাশেদীন প্রমুখ।

পুরস্কার সম্পর্কে ড. রকিবুল হাসান বলেন, ‘দেশে প্রচলিত পুরস্কারগুলো নিয়ে বিভিন্ন অপপ্রচার চালু রয়েছে। অভিযোগ রয়েছে কোনো কোনো পুরস্কারের জন্য গ্রুপিং লবিং করতে হয়। প্রকৃত ও যোগ্য লোকদের পুরস্কৃত করা হয় না।’

তিনি বলেন, ‘এসব দিক চিন্তা করে প্রবন্ধ বা গবেষণা, কথাসাহিত্য ও কবিতায় প্রকৃত যোগ্য ব্যক্তিদের পুরস্কৃত করার লক্ষ্যে এই পুরস্কার প্রবর্তন করা হচ্ছে। এই পুরস্কারের জন্য মনোনয়নের ক্ষেত্রে সর্বোচ্চ নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখা হবে।’

সংগঠনের সভাপতি আরও বলেন, ‘শিগগিরই পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। আশা করি, আমাদের প্রবর্তিত পুরস্কার সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে থাকবে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments