Thursday, November 30, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিগ্রামীণফোন পেল এক্সিলেন্স ইন অটোমেশন স্বীকৃতি

গ্রামীণফোন পেল এক্সিলেন্স ইন অটোমেশন স্বীকৃতি

বিশ্বের শীর্ষস্থানীয় অটোমেশন সফটওয়্যার কম্পানি ‘ইউআইপাথ’-এর পুরস্কার পেয়েছে টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। তৃতীয়বারের মতো ইউআইপাথ অটোমেশন এক্সিলেন্স পুরস্কার ঘোষণা করা হয়েছে। ভারত ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন গ্রাহক প্রতিষ্ঠানকে তাদের কাজের স্বীকৃতি দেওয়ার জন্য ইউআইপাথ এই পুরস্কার দিয়ে থাকে। এ বছর ১৫টি বিভাগে ৩১টি প্রতিষ্ঠান বিজয়ী হয়েছে। প্রতিষ্ঠানগুলোর নিজেদের কাজের ক্ষেত্রে অটোমেশন ব্যবহার করে নতুন উদ্ভাবনের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়েছে। বিজয়ী প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই ভারতের এবং বৈশ্বিক উদ্যোগ।

ইউআইপাথ নিউ ইয়র্কভিত্তিক একটি রোবটিক প্রসেস অটোমেশন সফটওয়্যার প্রতিষ্ঠান। এটির ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক ও ভাইস প্রেসিডেন্ট অনিল ভাসিন বলেন, ‘অটোমেশন এই অঞ্চলের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর ব্যবসার ক্ষেত্রে অবদান রাখছে। এটা দারুণ উৎসাহব্যঞ্জক।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments