ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মার্সেলোর বন্ধুত্বের গভীরতার ব্যাপারটা সবারই জানা। দুজনে রিয়াল মাদ্রিদে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন। দুজনের পথ আলাদা হয়ে গেলেও বন্ধুত্বের বন্ধনে এতটুকুও ছেদ পড়েনি। তার প্রমাণ মিলল আরো একবার। গত রাতে গ্রিক কাপে আর্তোমিতোসের বিপক্ষে অলিম্পিয়াকোসের হয়ে গোল করে রোনালদোর ট্রেডমার্ক খ্যাত উদযাপন করেন মার্সেলো।
দারুণ এক ভলিতে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান। দুই হাত ওপরে তুলে লাফিয়ে উঠে করেন ‘সিউ’ উদযাপন। মার্সেলোর গোলে রাতে ২-২ গোলে ড্র করেছে তাঁর দল। তবে দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে এগিয়ে থাকায় পরের রাউন্ডে পা দিয়েছে অলিম্পিয়াকোস। রিয়াল মাদ্রিদে রোনলাদো ও মার্সেলো একসঙ্গে খেলেছেন ৯ মৌসুম। দুজনের বোঝাপড়া ছিল দারুণ।

লস ব্লাংকোদের হয়ে মার্সেলো জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা এবং রোনালদো জিতেছেন চারটি। এ মৌসুমের শুরুতেই রিয়াল ছেড়ে অলিম্পিয়াকোসে নাম লিখিয়েছেন মার্সেলো। আর ২০১৮ সালে রিয়ালকে বিদায় বলে জুভেন্টাসে পাড়ি জমিয়েছিলেন রোনালদো। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে রোনালদো এখন সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন।